গাজীপুর জেলা পুলিশের আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত
স্টাফ রিপোর্টার:-
৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা পুলিশ, গাজীপুর ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, গাজীপুর এর উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যা লী ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শফিকুল আলম, বিপিএম, পুলিশ সুপার, গাজীপুর। নারীর প্রতি সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বিশ্ব গড়ার প্রত্যয়ে “আন্তর্জাতিক নারী দিবস-২০২৩” উপলক্ষে “ডিজিটাল প্রযুক্তি ও
উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” শ্লোগানে একটি বর্ণাঢ্য র্যা লী গাজীপুর পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে রচনা ও বিতর্ক প্রতিযোগীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার, গাজীপুর।
এসময় জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অর্থ), জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার,
ট্রাফিক বিভাগ, গাজীপুর, ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), জনাব উখিংমে, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেলসহ জেলা পুলিশের সকল স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।