স্টাফ রিপোর্টার:
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় মহড়া ১০ মার্চ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।সেখানে আলোচনা সভা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য দ্বারা ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি, আলোচনা সভা এবং মহড়ায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক ডঃ চিত্রলেখা নাজনীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, জেলা স্কুলের প্রধান শিক্ষকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।