নিজস্ব প্রতিনিধি:
বাঁশখালী ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত মরহুম আহমদ মিয়া চৌধুরী মেমোরিয়াল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ৫ম খেলায় লোহাগড়া ক্রিকেট একাডেমি ২ উইলিয়াম জয়ী।
১২ মার্চ দুপুর ২ ঘটিকার সময় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচলাইশ নিউ ক্রিকেট একাডেমি বনাম
লোহাগড়া ক্রিকেট একাডেমি।
লোহাগড়া ক্রিকেট একাডেমি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়,ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে।
দলের হয়ে ইয়াছিন ১৪ রান,ছোহ ১৯ রান,সাইফুল ২৭ রান, আরাফাত ১২ রান,সিয়াম ১১ রান, সিজান ১১ রান করেন।লোহাগড়া ক্রিকেট একাডেমির হয়ে শান্ত ও নিহান ৩ উইকেট, মামুন ২ উইকেট লাভ করে।
১১.৩০ মিনিটে শুর হওয়া খেলা দুপুর ২ টায় হওয়ায় লোহাগড়া ক্রিকেট একাডেমিকে ৫ ওভার কেটে নেওয়া হয়,ফলে ২০ ওভারের পরিবর্তে ১৫ ওভারে খেলতে হয়,জবাবে লোহাগড়া ক্রিকেট একাডেমি ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে।দলের হয়ে শুভ ৪২ নিহাল ৩৫ রান,বাবু ১৬ রান করেন।
পাঁচলাইশ নিউ ক্রিকেট একাডেমির হয়ে আরফাত ৩ উইকেট, সাইফুল ২ উইকেট এবং রিমন ১,করে উইকেট লাভ করে।বোলিং হাতে ৩ উইকেট ব্যাট হাতে ৩৫ রান করাই ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নিহাল। নিহালের হাতে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুখ।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদ,লোহাগড়া ক্রিকেট একাডেমির কোচ বাবু,পাঁচলাইশ ক্রিকেট একাডেমির কোচ তুহিন প্রমূখ।