ফারহান-উর-রহমান সময়,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
বাঙ্গালী জাতীকে গৌরব দিয়েছে, আর আগস্ট দিয়েছে কলংক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বপ্নের বাংলাদেশ কল্পনাও করা যেত না।
আজ আমরা ডিজিটাল পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার বিকল্প নেই।
ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ১০ হাজার জেলেদের নিয়ে আয়োজিত সমাবেশে স্থানীয় সাংসদ আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
জেলে পল্লীর সর্বস্তরের মানুষকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবানও জানান তিনি।শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলার মেঘনা তীরবর্তী সি-ট্রাক ঘাট এলাকায় প্রায় ১০ হাজার জেলের সমাগম ঘটে।
এসময় দিনব্যাপী আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।এ সময় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম,
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, মেহেদী হাসান মিসু, মোহাম্মদ রাসেল প্রমুখ।