মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন, জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাঁশখালী ডিগ্রী কলেজে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরুস্কার বিতরণ এবং আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে এদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, সম্মিলিত নিত্য পরিবেশন করা হয়।শুক্রবার (১৭ মার্চ) বিকেলে বাঁশখালী ডিগ্রী কলেজের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন
বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এম’পি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল গফুর এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক
লীগ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও বাঁশখালী ডিগ্রী কলেজের গর্ভনিংবডির সভাপতি ড. জমির উদ্দিন সিকদার, বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কপিল উদ্দিন, কালীপুর ইউপি চেয়ারম্যান
এডভো. আ.ন.ম সাহাদত আলম সহ বাঁশখালীর বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষানুরাগী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।