মোঃ রাকিব হোসেন স্টাফ রিপোর্টার গাজীপুর।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে সৌদি আরব থেকে ফেরার পর সকাল (সাড়ে) – (১১) টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করে গাজীপুর,মেট্রোপলিটন পুলিশ গত রাত্রে গাজীপুর বাসন থানায় এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ার করেন পুলিশ জানায় চিত্রনায়িকা মাহিয়া মাহিও তার স্বামী রকিব সরকার বিরুদ্ধে গাজীপুর মোট দুটি মামলা দায়ের হয়।জমি জমার বিরোধ (এবং) সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিয়া মাহি (ও) রকিব সরকার কর্তৃক মিথ্যাচারগত ১৭ মার্চ ভোর অনুমান ০৫.৪০ ঘটিকায় জরুরী জাতীয় সেবা( ৯৯৯) এর মাধ্যমে অফিসার,ইনচার্জ-বাসন থানা-জিএমপি-জানতে পারেন যে-বাসন থানাধীন দিঘীরচালা সাকিনস্থ ভাওয়াল বদরে আলম সরকারী।
কলেজ সংলগ্ন লিংকন কলেজের পূর্বপাশে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অজ্ঞাতনামা ২০,২৫ জন লোক জড়ো হয়েছেএবং উক্ত স্থানে হট্টগোল ও মারামারি করিতেছে। ডিউটি অফিসার বাসন থানা তাৎক্ষনিকভাবে টহলরত মোবাইল টিমকেঘটনাস্থলে প্রেরণ করেন। পরবর্তীতে অনুমান ০৬.০০ ঘটিকার সময় আরেকজন ব্যক্তি জাতীয় জরুরী সেবা (৯৯৯) এর,মাধ্যমেউক্ত স্থানে মারামারি হইতেছে মর্মে ডিউটি অফিসারকে জানায়। বিষয়টি ডিউটি অফিসার থানার অফিসার ইনচার্জকে জানাইলে তিনি থানার ফোর্সসহ ঘটনাস্থলে যান। অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, যে বিভিন্ন বয়সের ২০,২৫ জন লোক সেখানে অবস্থান করিতেছে। অফিসার ইনচার্জ এর জিজ্ঞাসাবাদে তাহারা সবাই রকিব সরকারের লোক বলেজানায়। মামুন সরকার নামে
একজন ব্যক্তি উপস্থিত হয়ে জানায় (যে) উক্ত ব্যবসা প্রতিষ্ঠান তাহাদের এবং উক্ত ব্যবসা।প্রতিষ্ঠানে তাহারা মেরামত কাজ করার জন্য আসিলে কতিপয় অজ্ঞাতনামা লোকজন তাদের সঙ্গীয় ইসমাইল হোসেন নামক এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করিয়াছে এবং জখমী ইসমাইলকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিনআহম্মেদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। অফিসার ইনচার্জ, বাসন থানা ঘটনাস্থলে আগত সকলকে বিশৃঙ্খলা করতে নিষেধ করেন এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে জনৈক মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে সুনির্দিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০,১৫ জনের বিরুদ্ধে উল্লেখিত ঘটনায় বাসন থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় এ পর্যন্ত, ০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।অধিকন্তু, ১৭ মার্চ ২০২৩ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার জানান যে উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া চিত্র নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার মাহিয়া মাহির ফেইসবুক আইডিএর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করিয়া বাংলাদেশ পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটাইবার লক্ষ্যে ঘৃনা ও বিদ্বেষ ছড়াইয়া দিয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার- বানোয়াটআক্রমনাত্বক কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করিতেছে।
বাসন থানার ফেইসবুক আইডির লিংক এর মাধ্যমে মাহিয়া মাহির উপরোক্ত ফেইসবুক আইডিতে প্রবেশকরিয়া সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু হয়।