মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর হস্তান্তর
মোঃ রাশেদ মুন্সি, নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জ সহ ১৫৯টি
উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণার সাথে সাথেই গৃহহীন ও ভূমিহীন হল কিশোরগঞ্জ উপজেলা।
আজ বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালি গৃহহীন ও ভূমিহীন ঘোষণার উদ্বোধনী অনুষ্ঠান দেখার আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী
পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি সানজিদা রহমান, উপজেলা আওয়ামী
লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল প্রমুখ। আরও উপস্থিত ছিলেনবীরমুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তারা, উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক ও
উপকারভোগীগণ। পরে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ উপকারভোগীদের মাঝে ভূমির কাগজ ও গৃহের চাবি তুলে দেন।
এ উপজেলায় মোট ৫৮২ জনকে ২ শতাংশ জমি ও গৃহ প্রদান করে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হয়। এসব গৃহ নির্মাণে ব্যয় হয়েছে সরকারের ১৩ কোটি ৩৭ লক্ষ টাকা। অন্যদিকে বাংলাদেশ সেনা বাহিনী কতর্ৃক নির্মিত ব্যারাকে ৮০ টি গৃহ নিমার্ণ করে ৮০ টি পরিবারকে দেয়া হয়েছে থাকার ঘর।