ডুমুরিয়া ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তিমেলার উদ্বোধন
তাজিমুল ইসলাম সোহেল খুলনা
খুলনার ডুমুরিয়া তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তিমেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (22 মার্চ ) বিকেলে খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব নারায়ণ চন্দ্র চন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর কৃষি হবে আধুনিক কৃষি।
এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ক্লাইমেট স্মাট প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ফলে আগামীতে খাদ্য শস্য রপ্তানি করা যাবে।
তিনি আরও বলেন, কোনো জমি পতিত রাখা যাবে না। পতিত জমিতে যে ধরনের ফসল উৎপাদন হয় সেই ধরনের ফসল উৎপাদন করতে হবে। আধুনিকভাবে চাষাবাদ করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা করে যাবে। কৃষকের ফসল বিক্রিতে যেন অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিদের্শনা দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জনাব এজাজ আহমেদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ ডুমুরিয়া, খুলনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব শরীফ হাসিব রহমান উপজেলা নির্বাহি অফিসার ডুমুরিয়া, খুলনা।
অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনার কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি।
এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় ১২টি স্টল রয়েছে। এসব স্টলে উন্নত চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে।