ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আবারও ঝরেগেল আরেকটি প্রান
ওবায়দুর রহমান ,স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের চাঁকায় পিষ্ট হয়ে শাহিন শরীফ(২২) নামে এক শ্রমিক নিহত হন। বৃহস্পতিবার (২৩-০৩-২০২৩ ইং)ভোরে কাজে যাওয়ার সময় ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের দীঘলকান্দা নামক স্থানে ট্রাক চাঁপা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক শাহিন শরীফ আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের শহিদুল শরীফের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাহিনের বাবা শহিদুল শরীফ ২০ বছর আগে তার মাকে তালাক দিয়ে দেয়। সেই থেকে শাহীন তার মায়ের কাছেই বড় হয়। শাহিন ১৬ বছর বয়স থেকে রেলের শ্রমিক হিসেবে কাজ করে। ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করে শ্রমিক হিসেবে বামন কান্দা রেলস্টেশনে। ফজরের নামাজ পড়ে কাজের জন্য বের হন শাহীন।
দীঘলকান্দা বাস স্ট্যান্ডের সামনে রাস্তা পার হওয়ার সময় বাঙ্গি বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-ন-১৯-২৯২৭)তাকে পিষ্ট করে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বগাইল-শিবচর এক্সপ্রেসওয়ে নিযুক্ত শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহাম্মদ
মোফাজ্জেল হক বলেন, ঢাকা গামী বাঙ্গি বোঝাই একটি ট্রাক শাহীনকে চাঁপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। আমরা ট্রাককে আটক করেছি ড্রাইভার হেলপার পালিয়ে গেছেন। নিহত শাহিনের মামা আবুল কালাম শেখ বাদী হয়ে মামলা করেছেন। আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করিব।