সুন্দরগঞ্জে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তার নাম ওয়ালিফ মন্ডল
স্টাফ রিপোর্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল সততা ও নিষ্ঠার সাথে সরকারের সকল কর্যক্রম পরিচালনা করায়, নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
ওয়ালিফ মন্ডল উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে গিয়ে স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সাথে সুলভমূলক আচারণের মাধ্যমে সরকারের সকল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে থাকেন।
ক্লান্তি বিহীন এই কর্মকর্তা রোদ-বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিকাল পর্যন্ত সরকারি প্রকল্পের কাজ তদারকিতে উপজেলার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেন ।
উপজেলার ১৫ টি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে কথা বলে জানা যায়, আগের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার থেকেও হাজারগুণ ভালো মানুষের পরিচয় দিচ্ছেন বর্তমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল।
তিনি এ উপজেলায় যোগদানের পর হতে উপজেলার দূর্গম চাঞ্চল ও ১৫ টি ইউনিয়নে রাস্তা ঘাট, কালভার্ট ব্রীজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাঁ মাঠ ও মন্দিরসহ ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যান্ত গ্রাম অঞ্চলে।
অতীতের সকল রেকর্ড ভেঙ্গে জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুন্দরগঞ্জ উপজেলা ভিক্ষুক ও ভূমিহীন মুক্ত করার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মারুফ।
তার হাতকে শক্তিশালী ও বেগবান করতে নিরলশ পরিশ্রম দিয়েই যাচ্ছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডলের সাথে কথা হলে
তিনি বলেন, আমি জনগণের কাছে একজন সাহেব নামক গোলাম, জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা ও সরকারী সেবা পৌঁছে দেয়ার দায়িত্ব সরকার আমাকে দিয়েছেন। তাই আমার উপর অর্পিত সরকারের দায়িত্ব সতত্যার সাথে পালনের চেষ্টা করছি মাত্র।