সম্পাদকীয় কলাম
“সত্যকন্ঠ” অনলাইন নিউজ পেপার এর পক্ষ থেকে কিছু কথা:
“সত্যকন্ঠ” ইতিমধ্যে দেশ এবং দেশের বাইরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সাধারণ মানুষের নিকট জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে।
সাংবাদিকতা একটি পবিত্রতম পেশা, আর এই পেশাকে কলুষিত করছে গুটিকয়েক সাংবাদিক ও গণমাধ্যম।
নিজেদের নামে একটি পোর্টাল খুলে অন্যান্য স্বনামধন্য পত্র-পত্রিকা বা নিউজ পোর্টালের নাম ভাঙ্গিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় একটি প্রতারক চক্র সর্বদা জাগ্রত।
সম্প্রীতি দেখা যায়,সত্যকন্ঠ নামে ৬৪ জেলার সংবাদ ও গণমাধ্যম গ্রুপ নামের একটি ভুয়া পোর্টাল খুলে কিছু বিতর্কিত সংবাদকর্মী ও সংবাদ মাধ্যম সাধারণ সহজ সরল সাংবাদিক বা প্রতিনিধিদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার একটা পায়তারা চেষ্টা করছে।
১১২ জনের তালিকায় সত্যকন্ঠ নিউজ পোর্টালটি কে বা কারা যুক্ত করেছে
সত্যকন্ঠ অনলাইন পোর্টালটি শুধুমাত্র সত্যকণ্ঠের স্বার্থ ও স্বত্বাধিকার বহন করে ।
এই পোটালে যে web:satyakantho.com
Facebook -satyakantho,
Facebook page: facebook.com/satyakantho
Mail: satyakantho2022@gmail.com
যে হোয়াটসঅ্যাপ নাম্বার,01568686553
যে ঠিকানা বিশ্বাসভিলা, নারিকেলবাড়িয়া বাজার, বাঘারপাড়া, যশোর ।
বাসা নাম্বার-০৩,রোড নম্বর ০৮, কল্যাণপুর, মিরপুর ,ঢাকা -১২০৭
এবং যে কন্টাক্ট নাম্বার- ০১৬০০৩১০২৯১/০১৮১৮৮৮৪১৪০ব্যবহৃত হয়,
এর বাইরে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান এটাকে ব্যবহার করে,কারোর কাছ থেকে কোন অর্থ লেনদেন করলে তার জন্য “সত্যকন্ঠ” কর্তৃপক্ষ দায়ী নহে ।
সত্যকন্ঠ খুঁজছে শুধুমাত্র সৎ,নির্ভীক গণমাধ্যম কর্মী। “সত্যকন্ঠ “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অবিচল ।কোন চাঁদাবাজ, প্রতারকদের স্থান সত্যকন্ঠে নাই।
মুহাম্মদ বিলাল হোসাইন, সম্পাদক ও প্রকাশক, “সত্যকন্ঠ”