মো: মিফতাহুল ইসলাম,
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
২০২৩ এর পরবর্তী অংশগ্রহণ কারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের গাজী খাঁ (দক্ষিণ সোনারপাড়া) বায়তুল জান্নাত জামে মসজিদে গতকাল ২৫ মার্চ (শনিবার) বাদ মাগরিব এর অনুষ্ঠানে অত্র মসজিদের
সভাপতি মাওলানা মোঃ মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং মাসিক ভালো কাজ (মাভাকা) এর উপদেষ্টা রুহুল আমীন রোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ মোঃ হাফিজুর রহমান সেলিম।অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাই টিভি’র জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান,মাসিক ভালো কাজ
(মাভাকা) প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রতন মিয়া, সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক সোহেল রানা, মাওলানা মোঃ আঃ রহিম মিয়া, মাওলানা মোঃ আহাদ মিয়া,মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাসানুল কবির, ডাঃ শরিফ মোঃ নুরল-উল্লাহ্ প্রমূখ।
বক্তারা বলেন, দেশ যখন মাদকাসক্তি’র শক্তির ভয়াবহে আক্রান্ত ঠিক সেই সময় মাসিক ভালো কাজ (মাভাকা) এর যুবক ছেলেদের এমন উদ্যোগ প্রশংসনীয়। এমন উদ্যোগের মধ্যে গ্রাম,গ্রাম থেকে শহর আর শহর থেকে দেশকে পরিবর্তন করা সম্ভব।
পরে ইফতার মাহফিলের পর নামাজ পড়ুন, পুরুষ্কার জিতুন-ক্যাম্পেইন এর ৮জন বিজয়ীর মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, সামাজিক সম্পুর্ণ অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন মাসিক ভালো কাজ (মাভাকা) গত ২০২২ ইং সালের ৩ অক্টোবর থেকে শুভ উদ্বোধন হয়ে ব্যাপকভাবে সাড়াজাগানো সামাজিক ভাবে কাজ করে যাচ্ছেন।