ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের ভাঙ্গায় স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে পুষ্প স্তাবক অর্পণ, পুলিশ, আনসার, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মনমুগ্ধকর কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সহ
নানা আয়জনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ শেষে ডাঃ কাজী আবু
ইউসুফ স্টেডিয়ামে এক মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এর সভাপতিত্বে কুচকাওয়াজে এ সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার( ভাঙ্গা সার্কেল ) মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা।