শরীয়তপুরে শীতলা দেবীর প্রতিমা ভাঙচুর
শরীয়তপুর প্রতিনিধি:
মো: সজীব খান
২৮ মার্চ ২০২৩
ভোর রাতে শ্রী শ্রী শীতলা দেবীর প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মায়ের প্রতিমা ভেঙে তার মুখে সিঁদুর মাখিয়ে দিয়েছে তারা। এসব তথ্য জানিয়েছেন রতন কুমার বণিক।
সোমাবার (২৭ মার্চ) দিবাগত ভোর রাতে শরীয়তপুর জেলা কেন্দ্রীয় মন্দির সংলগ্ন প্রয়াত স্বপন কৃষ্ণ বণিকের বাড়ির শীতলা মন্দিরে দেবীর প্রতিমা ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত।
মন্দিরের সেবক বাসনা বণিক কাঁদতে কাঁদতে বলেন, সকাল বেলা জল ভোগ দিয়ে যাই মাকে। মা কি এই অপমানের বিচার করবে না! শিতলা দেবীর প্রতিমাটি কারা যেন ভেঙে দিয়েছে। সকাল বেলা আমি দেখতে পেলাম মায়ের প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।
রতন বনিক বলেন, আমরা নিরাপদে থাকতে চাই৷ ভয়ভীতিতে দিন পার করতে চাই না। মন্দির ভাঙচুরের প্রতিবাদ জানাই।
শরীয়তপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী বলেন, ঘটনা শোনার পর সাথে সাথে আমি ঐ মন্দিরে গিয়েছি। ছিঁচকে চোর এধরণের ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা৷ কারণ মন্দির থেকে পূজায় ব্যবহৃত পিতলের তৈজসপত্র চুরি করে গিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় হিন্দু সম্প্রদায়ের ভীত হওয়ার কিছু নেই। আমরা সব সময় তাদের পাশে আছি।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. অমিত ঘটক চৌধুরী বলেন, ভয়ভীতি প্রদর্শন করতেই এ কান্ড ঘটানো হয়েছে বলে আমি মনে করি৷ আইন শৃঙ্খলা বাহিনীকে বলব, সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিমা ভাঙচুর করা হয়েছে দেখেছি। তদন্ত করে বলা যাবে কারা এ ঘটনা ঘটিয়েছে।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল হক বলেন, মূলত মাদকাসক্ত ছিঁচকে চোর এধরণের ঘটনা ঘটাতে পারে বলে আমরা ধারণা করছি। মন্দির কর্তৃপক্ষ মামলা দায়ের করলে আমরা মামলা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।