বাজার মনিটরিংয়ে নামলেন বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীন
মোহাম্মদ এরশাদ ,বাঁশখালী প্রতিনিধি:
মাহে রমজানে পণ্যমূল্য নিয়ে অরাজকতা ঠেকাতে এবার মনিটরিংয়ে নেমেছেন থানার ওসিও। কিছু অসাধু ব্যবসায়ী প্রতি বছর বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে। আর সেটি নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা
পুলিশ সুপার এসএম শফিউল্লাহ’র নির্দেশনা পেয়ে বাঁশখালীতে থানা পুলিশ বাজার মনিটরিং করতে নেমেছে। আর এতে নেতৃত্ব দেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজেই।
অদ্য ৩০ মার্চ বিকেলে ওসি মোঃ কামাল উদ্দীন পিপিএম ফোর্স নিয়ে জলদি মিয়ার বাজার ও পৌরসভা কাঁচা বাজার মনিটরিং করেন। এ সময় তিনি বাজারের প্রতিটি দোকানে নির্ধারিত মূল্য তালিকা ঝুলানো আছে কিনা তা খতিয়ে দেখেন।
মনিটরিংয়ে মিয়ার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি আরিফুল হক,সাধারণ সম্পাদক আতিকুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ফরহাদ,সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, আথ সম্পাদক কামরুল ইসলাম, সদস্য মতলব ও জামালসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইতে ওসি মোঃ কামাল উদ্দীন পিপিএম জানান, মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এসপি স্যারের নির্দেশনা পেয়ে বাজার মনিটরিংয়ে নেমেছি। ক্রেতারা যাতে এ মাসে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের
বাজার যাতে অস্থিতিশীল হয়ে না ওঠে সেদিকে নজরদারি রাখবে পুলিশ। নির্ধারিত মূল্য তালিকার বেশী পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি জনস্বার্থে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখাতে উপজেলা প্রশাসনের কর্তাদের
নিয়মিত অভিযানে থানা পুলিশ প্রতিনিয়তই সহযোগিতা করে আসছে। বাজার মনিটরিং কাজ পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে বলে ওসি জানিয়েছেন।