জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে যশোর -ঝিনাইদহ মহাসড়কের দুলাল মুন্দিয়া নামক স্থানে এ কে (এল পি জি) ফিলিং স্টেশন এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর, ২০২২) সকাল ১০ ঘটিকা থেকে এ ফিলিং স্টেশন শুভ উদ্বোধনের অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ঝিনাইদহ -১ সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য ও এ কে ফিলিং স্টেশন এর সত্বাধাকারী আনোয়ারুল আজীম আনার এমপি। এ সময় এ কে এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে ঝিনাইদহ -১ আসনের সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা আ’ লীগের সভাপতি আব্দুল হাই এমপি বলেন, আ’লীগ ব্যবসায়ী বান্ধব ও দেশ উন্নায়নের সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, যমুনা অয়েল কোম্পানির এজিএম,বাংলাদেশ অটোগ্যাস ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান সিরাজুল মওলা,জ্বালানি তেল পরিবেশক সমিতির চেয়ারম্যান সাজ্জাদুল করিম কাবুল,চেম্বার অফ কমার্স ঝিনাইদহ চেয়ারম্যান নাছিমুল ইসলাম, ঝিনাইদহ সিও এর নির্বাহি পরিচালক সামছুল আলম,ঝিনাইদহ জ্বালানী তেল পরিবেশক সমিতির সভাপতি হাসানুজ্জামান হাসু, চৌগাছা উপজেলার ১১ নং সুখপুকুরিয়া ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারি ইউনিয়ন পরিষদের সভাপতি গোলাম রসুল, সরকারী ভূষণ পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল ইসলাম তোতা, মোচিক মহা- ব্যবস্থাপক অর্থ জাহিদুল ইসলাম।
মহা- ব্যবস্থাপক ইক্ষু কৃষি মঞ্জুরুল ইসলাম, কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় বিভিন্ন সংগঠন নেতাবৃন্দ, মটর মালিক সমিতির নৃত্যবৃন্দ,মটর শ্রমিক ইউনিয়ন পরিষদের নৃত্যবৃন্দ সহ ব্যবসায়িক নেতা বৃৃৃৃন্দগণ উপস্থিত ছিলেন।আলোচনা ও দোয়া মাহফিল শেষে ফিলিং স্টেশনের ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে তেল ও গ্যাস বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে।