বাঁশখালীতে বাসন্তী পূজোয় বসন্ত উৎসব সম্পন্ন
মোহাম্মদ এরশাদ ,বাঁশখালী প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনা ধর্মীয় আচার অনুষ্ঠান ও ভাবগম্ভীর পরিবেশে বাঁশখালীর ২৭ টি সার্বজনীন পূজা মন্ডপে গতকাল শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সুচারুভাবে সম্পন্ন হয়েছে।
বাঁশখালীরকালীপুর,কোকদন্ডী,সাধনপুরসহ বিভিন্ন ইউনিয়নের পুজা মন্ডপ পরিদর্শন করে পূজার্থীদের সাথে মত বিনিময় করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকতা সাইদুজ্জামান চৌধুরী,নিমকালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি
বীরমুক্তিযোদ্বা অসিত সেন, সাধারণ সম্পাদক তাপস কুমার নন্দী.বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলার সভাপতি প্রনব দাশ,সম্পাদক ঝুন্টু কুমার দাশ,প্রাত্তন সভাপতি তাপস কুমার
নন্দী,নিমকালী মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি কেশব পাল,সম্পাদক রূবেল চৌধুরী, অর্থ সম্পাদক অজিত দাশ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকতা সাইদুজ্জামান চৌধুরী সনাতনী হিন্দুগণের সুমহান ধর্মীয় উৎসব বাসন্তী পূজোয় বসন্ত উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।