ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জাটকা সপ্তাহ ২০২৩ উদযাপন
এম এম সাইফুর রহমান চরভদ্রাসন ফরিদপুর প্রতিনিধিঃ
করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশ উৎপাদন এই প্রতিবাদ্য ফরিদপুরের চরভদ্রাসনে ০১ এপ্রিল থেকে ০৭ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে নৌ-র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে গোপালপুর ঘাট থেকে পদ্মা নদী ঘুরে চরভদ্রাসন গোপালপুর ঘাটে এসে শেষ হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ফরিদপুর ৪ জনাব মজিবুর রহমান নিক্সন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফরিদপুর মোঃ শাহজাহান পিপিএম সেবা,জেলা মৎস্য কর্মকর্তা জনাব প্রশান্ত কুমার সরকার উপজেলা চেয়ারম্যান মহম্মদ কাউসার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার তানজিলা কবির ত্রপা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন আহমেদ, চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ খান, মৎস্য সমিতির সভাপতি আবুল কাশেম খান, ফরিদপুর জেলার নয়টি উপজেলার মৎস্য কর্মকর্তাগণ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধারা, সুশীল সমাজ ও মৎস্যজীবী সহ অনেকে। পরে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।