বাংলাবান্ধায় শিগগিরই ভারতীয় ভিসা চালু
পঞ্চগড়ের তেতুলিয়া বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ভিসা দেয়ার আশা দিয়েছেন ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার। সোমবার বিকেলে পঞ্চগড়ের তেতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করে আমদানিকারক, বন্দর কর্তৃপক্ষ ও চেম্বারের পরিচালক সাথে মতবিনিময়কালে এই আশাস দেন তিনি।
তিনি বলেন, এতদিন আমরা সীমিত পরিমাণে ভিসা ইস্যু করেছি। এখন শিগগিরই সবার জন্য ভিসা ইস্যু উন্মুক্ত করা হবে। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে ভিসা চালুর দিনক্ষণ নির্ধারণ করে জানানো জন্য চেম্বারের পরিচালকদের অনুরোধ করেন।
২০২০ সালের ১৩ মার্চ থেকে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে মানুষ যাতায়াাতে বিধিনিষেধ আরোপ করা হয়। ২০২২ সালের ৭ এপ্রিল বিধিনিষেধ তুলে নেয়া হলেও ভারত সরকার বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা ইস্যু করা বন্ধ রাখে।এ সময় পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, সহসভাপতি রেজাউল করিম রেজা, সহসভাপতি মেহেদী হাসান খান বাবলা, বাংলাবান্ধা আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিনসহ বন্দর কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।এর আগে সহকারী হাই কমিশনার মনোজ কুমার বাংলাবান্ধায় পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেম্বারের পরিচালকসহ বন্দর সংশ্লিষ্টরা