পটুয়াখালীতে সদকাতুল ফিতরা ১১৫ টাকা নির্ধারন
পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভায় সদকাতুল ফিতরা ১১৫ টাকা নির্ধারন করা হয়েছে। পটুয়াখালীর মুসলিম পাড়া বায়তুল মোকাররম জামে মসজিদে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ইমাম পরিষদের সভাপতি ও বড় জামের মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের’র সঞ্চালনায়
সভায় উপস্থিত ছিলেন, জেলা ইমাম পরিষদের মাওলানা মোঃ আবু বকর,
আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল কাদের, হাফেজ মজিবুর রহমান, আলহাজ্ব মাওলানা বদরুল আমিন, আলহাজ্ব হাফেজ আঃ ওহাব, আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন, আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমান, ক্বারী আহমদুল্লাহ, মাওলানা মুতাসিম বিল্লাহ, হাফেজ ফজলুর রহমান, হাফেজ শামীম আহমাদ ও হাফেজ মাওলানা কাওসার মাদানী প্রমুখ।
সভায় চলতি বছরের রমজানুল সদকাতুল ফিতরা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও স্থানীয় বাজার যাচাই পূর্বক উপস্থিত জেলা ইমসম পরিষদের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। স্থানীয় বাজারে প্যাকেটজাত আটার সর্বোচ্চ মূল্য প্রতি কেজি ৬৮ টাকা বিদ্যমান থাকায় সে
অনুযায়ী ১ কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য ১১২.২০ টাকা, তার সাথে দানের সুবিধার্থে ২.৮০ টাকা বৃদ্ধি করে এ বছর সর্বমোট ১১৫ টাকা সদকাতুল ফিতরা নির্ধারন করা হয়েছে এবং রূপার মূল্য বাজারে সর্বোচ্চ প্রতি ভরি ১,৬০০ টাকা বিদ্যমান থাকায় সাড়ে ৫২ তোলা রূপার মূল্য ৮৪ হাজার টাকা। অতএব এই পরিমান নগদ টাকা/সম্পদ কারো কাছে থাকলে শতকরা ২.৫০% হারে যাকাত দিতে হবে।
যাদের উপর সদকায় ফিতর ওয়াজিব এবং যাকাত ফরজ হয়েছে তাদেরকে আসন্ন ঈদুল ফিতরের নামাজের পূর্বেই সদকাতুল ফিতর ও যাকাত আদায় করার জন্য অনুরোধ করেছেন জেলা ইমাম পরিষদের উপস্থিত সদস্যগন।