
ভাঙ্গা হতে মাওয়া পর্যন্ত পদ্মা সেতুতে পরীক্ষামুলক ট্রেন চলাচলের শুভ উদ্বোধন 
ওবায়দুর রহমান,স্টাফ রিপোর্টার :
পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের আওতায় পদ্মা সেতু অতিক্রম করে ফরিদপুরের ভাঙ্গা হতে মাওয়া পর্যন্ত টেস্ট রান কার্যক্রম হিসেবে বিশেষ ট্রেন চালানো হয়েছে।মঙ্গলবার দুপুর একটা পাঁচ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে
 পরীক্ষামূলক  ট্রেন চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।বেলা একটা পনেরো মিনিটে রেল ট্রাকের সাথে সাতটি বগি নিয়ে বিশেষ ট্রেনটি পদ্মা সেতু হয়ে মাওয়ার উদ্দেশ্যে ভাঙ্গা থেকে ছেড়ে যায়।
এ সময় প্রাণিসম্পদ  উপমন্ত্রী এনামুল হক শামীম, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন,  শরীয়ত-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সংসদ সদস্য নাইম রাজ্জাক,ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার  , 

ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেল,  ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান,   সহকারী পুলিশ সুপার (ভাঙা সার্কেল )হেলাল উদ্দিন ভূঁইয়া, ভাংগা থানা  অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম সহ  সংশ্লিষ্ট  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেল প্রকল্পের ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ জানান, পদ্মাসেতু প্রকল্পের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করতে রাত-দিন কাজ করা হয়েছে। মাওয়া প্রান্তে ৯৯ শতাংশ  কাজ সম্পন্ন হয়েছে।

 
			 
		     
					







