কালীগঞ্জে ওসির বর্ষপূর্তিতে বদলে গেছে সেবার মান
মোঃ জাহাঙ্গীর হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
পুলিশের মূলনীতি শান্তি শৃঙ্খলা নিরাপত্ত ও প্রগতি। যে কারনে জনগণের প্রত্যাশা পুলিশ হবে জনমুখী। সেই প্রত্যাশা পূরণে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা কালীগঞ্জ থানাতে যোগদানের এক বছরের মধ্যে নিজের সততা, মেধা, বিচক্ষণতা, কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মনে ও ঝিনাইদ পুলিশ
বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন।অফিসার ইনচার্জ হিসাবে আব্দুর রহিম মোল্লা গত ৫ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে থানায় যোগদানের পরপরই কালীগঞ্জ উপজেলা ৩১০ বর্গকিলোমিটারে ১৯৮ টি গ্রাম ও ১টি পৌরসভার মানুষকে রাত দিন সেবা দিয়ে চলেছে।
তিনি প্রকাশ্যে সভা সেমিনারে মাদককে জিরো টলারেন্স, ঘুষ ও দালাল মুক্ত থানা,পুলিশি সেবা এবং জনগনের নিরাপত্তা নিশ্চিত করেন।পুলিশি সেবা কে জনবান্ধব, হয়রানি ও দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত করার লক্ষ্যে কালীগঞ্জ থানায় ‘কুইক সার্ভিস’ নামে ব্যতিক্রমধর্মী পুলিশি সেবা চালু করেন।
বীর মুক্তিযোদ্ধা, প্রবাসী, পর্যটক, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, নারী ও শিশুদের দূরদর্শিতার সাথে আইনি সেবা দেওয়ার জন্য খোলা আছে আলাদা আলাদা হেল্প ডেস্ক। যার সুফল পাচ্ছেন সেবা প্রত্যাশীরা। কালীগঞ্জ থানায় জিডি কিংবা মামলা করতে,পাসপোর্ট
ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্স সহ যে কোন হয়রানি ব্যতীত দ্রুত সময়ে মধ্যে কাঙ্খিত সেবা পেতে সহজ হচ্ছে। যে কারনে সেবা প্রত্যাশী সাধারন মানুষ এখন পুলিশের কাছে আসতে ভয় পায় না।৫ এপ্রিল ”২২ সাল থেকে আজ পর্যন্ত থানায় মামলা হয়েছে
শতাধিক। চলতি বছর সহ বিগত বছরে লোকহর্ষক কিছু মামলা যা এই জনপদের মানুষের মনে গেঁথে আছে। ১১ জনু ”২২ তারিখে বারবাজার পিরোজপুর নাম স্থানে ডাকতির ঘটনায় জড়িত বিল্লাল,আলম,দূর্লভ ডাকাততে শৈলকূপা থেকে গ্রেফতার করা
হয়। ১০ আগষ্ট ”২২ তারিখে চাাঁদবা গ্রামে স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী অস্ত্র সহ গ্রেফতার। ২৬ আগষ্ট ”২২ সাদিয়া ফিলিং স্টেশন এলাকা থেকে ১২শত পিচ ইয়াবা সহ আসামী গ্রেফতার, ছদ্মবেশে চাপরাইল বাজারের পাশ থেকে স্বামী-স্ত্রীকে ৭৭ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার।
আলোচিত যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে স্থানীয়দের সুনাম অর্জন করেছে। এছাড়া ১৫ কেজি গাজা, ৪৩ শত পিচ ইয়াবা, সাড়ে ৩ শত বোতল ফেন্সিডিল
জব্দসহ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন দমন,সুদখোরদের আটকসহ আইন শৃঙ্খলার উন্নতি এছাড়া থানা চত্তরের সৌন্দর্যবর্ধন প্রত্যাশীদের দৃষ্টি কেড়েছে। যে কারনে ওসি সর্বমহলে পেয়েছে গ্রহনযোগ্যতা।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সুন্দর আচারণ ও পেশাদারিত্বের মাধ্যমে অতি দ্রুত আইনগত সেবা প্রদানে কালীগঞ্জ থানা বদ্ধপরিকর। মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় বিট পুলিশিং,কমিউনিটি পুলিশ এর মাধ্যমে আইন-শৃঙ্খলা স্বাভাবিক সহ অপরাধ নির্মূল করা সম্ভব হচ্ছে।
ওসি আব্দুর রহিম মোল্লা জনগনের আশা প্রত্যাশা পূরন করে সর্বমহলে সুনাম কুড়াবে এমনটি প্রত্যাশা করেন উপজেলাবাসী।