রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিপলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাটি মামুন রংপুর।
রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৫ নম্বর
ওয়ার্ড কাউন্সিলর ও তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত ৭তারিখ শুক্রবার রাতে তাঁকে নগরীর দর্শনা এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টা থেকে চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাউন্সিলর শিপলুকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে যায় পুলিশ।খবর পেয়ে তার সমর্থকরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।অবস্থা বেগতিক দেখে কোতোয়ালি
থানা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স ও জলকামান মোতায়েন করা হয়।
ইফতারের পর এলাকাবাসী, শিপলুর কর্মী-
সমর্থকদের ভিড় বাড়তে থাকে।রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার
আবু মারুফ হোসেন জানান, ওয়ারেন্ট তামিল
করতে গতকাল বিকেল থেকে পুলিশ শিপলুর বাসায়অভিযান চালায়।এ সময় তাঁর সমর্থকরা গ্রেপ্তারে বাধা সৃষ্টি করেন। এরপর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এর আগে বুধবার সাংবাদিকসহ তিনজনেরবিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতেমামলা করেছিলেন শিপলু।