বাঁশখালীতে হাতুরে ডাক্তারের ভুল চিকিৎসায় এক নবজাতক শিশুর মৃত্যু
বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে হাতুরে ডাক্তার মাইমুনের এর ভুল চিকিৎসায় এক নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
এই বিষয়ে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। নিহত নবজাত উপজেলার ছনুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড লস্কর মনির বাড়ির মোঃ আরিফুল ইসলাম (২৫) এর নবজাত ছিলেন।
নিহতের দাদা মোহাম্মদ হোছন বলপন,সন্তান সম্ভাবা আমার ছেলের বৌ সামিনা ইয়াসমিন (২২)কে আমি ও আমরা ছেলে বাড়িতে না থাকা অবস্থায় মেয়ের মা ও ভাই রা মিলে আমার স্ত্রী মেয়েকে মারধর করে আমার ছেলের বৌ কে তারা বাবার বাড়িতে নিয়ে
যায়,গত ৩১ মার্চ বাবার বাড়িতে থাকাকালীন সময়ে প্রসব ব্যাথা শুরু হলে গর্ভবতী পুত্রবধূকে হাসপাতাল না নিয়ে গিয়ে,
তাড়াতাড়ি গর্ভপাত করতে এলাকার এক হাতুরে ডাক্তাকে বাসায় ডেকে এনে গর্ভে থাকা অবস্থায় সুকৌশলে হত্যা করে,
নবজাতকটির শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গিয়েছে, আমি উপজেলা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার এবং এই ডাক্তারসহ সকল অপরাধীর বিচার চাই।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ডাক্তার মাইমুন বলেন,আসলে ‘বাচ্চা টি পেটেই মৃত ছিল। বাচ্চাটি মায়ের গর্ভ অবস্থায় থাকাকালীন সময়ে প্রসব ব্যাথা বেশি দেখা দিলে তারাতাড়ি খালাসের জন্য ইনডেকশন মেরেছি,পরে মৃত্যু অবস্থায় একটি ছেলে জন্মগ্রহণ করে।
এ বিষয়ে বাঁশখালী থানার সাব ইন্সপেক্টর মোঃ বাবুল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বকআইনগত ব্যবস্থা নেয়া হবে।