
সিরাজুল ইসলাম নামের হারিয়ে যাওয়া ব্যক্তি -সত্যকন্ঠ
আব্দুল আজিম,প্রতিনিধি দিনাজপুর   
গতকাল ২৭-১১-২০২২ ইং রোজ রবিবার দুপুর ১ টার দিকে হবি মৌলবির ইট খোলা গ্ৰামঃত্রিমনি বাজার, ইউনিয়নঃনিঘুয়ারি, থানাঃপাগলা, জেলাঃময়মনসিংহ থেকে সিরাজুল নামে এক ব্যক্তি হারিয়ে গেছে।পরনে ছিলো কালো রঙের শার্ট। সে নিজের এলাকার নাম বলতে পারে!
যেখান থেকে সে হারিয়ে গেছে,,,,
কাজ করতেন, হবি মৌলবির ইট খোলায়। গ্ৰাম=ত্রিমনি বাজার
ইউনিয়ন= নিঘুয়ারি
থানা   = পাগলা
জেলা= ময়মনসিংহ
উক্ত হারানো ব্যক্তি কাজ করতে গিয়ে হারিয়ে যায় ।তার মানসিক কিছু সমস্যা আছে ।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।
স্থায়ী ঠিকানা
নাম মোঃ সিরাজুল ইসলাম।
পিতাঃ আঃ লতিফ(পাগলা)
গ্রামঃ নেফড়া।
থানাঃ উলিপুর।
জেলাঃ কুড়িগ্রাম।
বিভাগঃ রংপুর।
01325703886
01921203606

			
		    





