রংপুর সদর হাসপাতালে চাঁদাবাজি মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার আসামী দের গ্রেফতার এর দাবিতে সংবাদ সম্মেলন
মাটি মামুন রংপুর।
রংপুর সদর হাসপাতালে চাঁদাবাজি মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার আসামী নির্দেশ দাতা হেমন্ত রানী বাসফোর হামলাকারী টুটুল ও তপনের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি এবং
এলাকাবাসী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেন সদর হাসপাতালের হরিজন সম্পদায়।
৯ই এপ্রিল ২৩, রবিবার, সকাল ১১টায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলন বক্তারা লিখিত বক্তব্যে বলেন।
রংপুর সদর হাসপাতালে চাঁদাবাজি মাদক ব্যবসা দাদন ব্যবসাসহ সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকার্ন্ডে অতিষ্ঠ আমরা সদর হাসপাতালের হরিজন কলোনির বাসিন্দারা।
দীর্ঘ দিন ধরে শ্রীমতি হেমন্ত রানী বাসফোর এর পুত্র ১। শ্রী টুটুল বাসফোর (২৭) ২। শ্রী তপন বাসফোর (১৮) উভয় পিতা শ্রী চঞ্চল বাসফোর।৩। শ্রীমতি হেমন্ত রানী বাসফোর (৪৮) স্বামী শ্রী চঞ্চল বাসফোর ৪। শ্রী চঞ্চল বাসফোর (৫২) পিতা মৃত মনিলাল বাসফোর সকলেই সদর হাসপাতাল সুইপার কলোনীর বাশিন্দা।
গত ৪ এপ্রিল ২০২৩ইং সোমবার সকাল ৮ টা দিকে নগরীর সদর হাসপাতাল সুইপার কলোনীতে চাঁদাবাজি ঘটনায় হরিজন সর্ম্পদায়ের দু গ্রুপে সংঘর্ষ হয়।এসময় আহত হন ৬ জন তাদের কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি
করা হয়।হামলাকারীরা হরিজন সর্ম্পদায়ের সুইপার কলোনীতে চাঁদাবাজি করে চলে সব সময় শ্রী চঞ্চল বাসফোর এর পুত্র টুটুল বাসফোর, তপন বাসফোর, ও তাদের ভাড়াটে গুন্ডাবাহিনি।
চাঁদাবাজি করার সময় সুভাষ বাসফোর সিলিপ বাসফোর বাঁধা দিলে তাদের উপর চড়াও হয়ে হামলা চালায় এসময় গ্রুরুতরো অসুস্থ স্বাধীন বাসফোর ও নয়ন বাসফোর এর ডান পা লোহার রড দিয়ে মেরে ভেঙে দেয়।
এসময় প্রতিবেশি নয়ন, দিলিপ, চাদনি, রাজু, পায়েল, জীবন ও সুমন বাসফোর ঘটনাস্থলে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে তাদের কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেন।এবিষয়ে রংপুর মেট্রো কোতোয়ালি থানায় শ্রীমতি শ্যামলী রানী বাসফোর বাদি হয়ে নাম ধারি ৪ জন ও অজ্ঞাত ৫ /৬ জন আসামি করে মামলা দায়ের করেন।মামলায় উল্লেখ আসামী
১। শ্রী টুটুল বাসফোর (২৭)২। শ্রী তপন বাসফোর (১৮) উভয় পিতা শ্রী চঞ্চল বাসফোর।৩। শ্রীমতি হন্তি রানী বাসফোর (৪৮) স্বামী শ্রী চঞ্চল বাসফোর ৪। শ্রী চঞ্চল বাসফোর (৫২) পিতা মৃত মনিলাল বাসফোর সকলেই সদর হাসপাতাল সুইপার কলোনীর বাশিন্দা।
টুটুল বাসফোর গং-বিভিন্ন বিষয়কে কেন্দ্র করিয়া শত্রুতা চলিয়া আসতেছে।
এবং সব সময় তারা চাঁদাবাজি করে চলে তাদের নামে একাধিক মামলা থাকার পরও আইন শৃঙ্খলা বাহিনী কেনো যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেনা তা আমার বুঝে আসেনা।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় গত ৪/২০২৩ইং মামলা দায়ের করা হয়।
এখন প্রযর্ন্ত আসামী ধরতে সক্ষম হতে পারেনি পুলিশ।এখন আসামীরা হুমকি দিচ্ছে মামলা না তুলেনিলে আমার ভাই সুভাষ বাসফোর, সুজন বাসফোর এবং আমাদেরকে খুন জখম করিয়া লাশ গুম করিবে, জবাই
করিবে, আমাদের বড় ধরনের ক্ষতি করবে বিভিন্ন হুমকি দিচ্ছে
এবিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহাফুজার রহমান এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন অভিযোগ এসেছে আসামী গ্রেফতার প্রক্রৃয়াধীন।