জীবননগর সীমান্তে ২.৩৩ কেজি স্বর্ণ উদ্ধার আটক ১
জিয়াউর রহমান, স্টার রিপোর্টার:
জীবননগর সীমান্তে থেকে ২.৩৩ কেজি ওজনের ২০টি স্বর্ণের বার সহ ১জনকে আটক করেছে মহেশ ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
রবিবার (৯ এপ্রিল) অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি+ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন একজন ভ্যান চালক, ভ্যান যোগে জীবননগর এলাকা হতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে গমন করছে।
এই খবরে অধিনায়কের নেতৃত্বে নতুনপাড়ার একটি বিশেষ টহল দল জীবননগর এলাকায় এ্যাম্বুশ স্থাপন করে বসে থাকে। আনুমানিক রাত ৯টার দিকে উক্ত ভ্যান চালক আরোহী জীবননগর অতিক্রম করে সীমান্তের দিকে
যেতে থাকার সময় এ্যাম্বুশ দলটি জীবননগর ক্যাম্প এর পাশে ২.৩৩ কেজি স্বর্ণের ২০টি বার এবং ১টি ভ্যান সহ শাহাবুল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সদও পাড়ার মৃত মোকছেদ মন্ডলের ছেলে।
স্বর্ণগুলো সীট এর পিছনে লুকানো ছিল। আটককৃত স্বর্ণের ২০টি বারের মূল্য আনুমানিক এক কোটি নিরানব্বই লক্ষ সাতাত্তর হাজার দুইশত বিরানব্বই বলে জানা যায়। স্বর্ণের বার শুল্ক কর ফাকি দিয়ে ভারতে
পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।