রংপুরে বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তাগণের জন্য শিশুর বিকাশ সম্পর্কিত মডিউল জীবনের যাত্রার উপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
১১ এপ্রিল ২০২৩ সকাল ৯.৩০ ঘটিকায় জনাব এস এম লতিফ, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), এপিসি প্রকল্প এর সঞ্চালনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ইউনিসেফের সহায়তায় Accelerating Protection for Children (APC) প্রকল্পের আওতায়
বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তাগণের জন্য শিশুর বিকাশ সম্পর্কিত মডিউল জীবনের যাত্রা (Journey of life) এবং ০৯ টি IEC Materials এর উপর ৩ দিন ব্যাপী (১১-১৩ এপ্রিল ২০২৩) প্রশিক্ষণের উদ্ভোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানীত সচিব জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব রওশন আরা বেগম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জনাব আনজীর লিটন, ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা ব্যবস্থাপক জনাব এলিসা কল্পনা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ, রংপুর প্রান্তে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, প্রশিক্ষণার্থী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।