তিস্তা নদী থেকে বালু উত্তোলন ও সরকারি কাজে বাধা দেওয়ায় গঙ্গচড়ায় আওয়ামী লীগ নেতা আটক
মাটি মামুন।।
তিস্তা নদী থেকে বালু উত্তোলন ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আলীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি সদস্য শরিফুল ইসলামের বাড়ির পাশে তিস্তা নদী থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন মহসিন আলী।
গতকাল মঙ্গলবার বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি বালুভর্তি ট্রলি আটক করা হয়। ট্রলি দুটি জব্দ করে থানায় নিয়ে আসার পথে মহসিন আলী বাধা দেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অকথ্য ভাষায় গালি দেন।
পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় দেন
ভ্রাম্যমাণ আদালত। আওয়ামী লীগ নেতা মহসিন আলীর দাবি, এর আগে তিনি কখনও বালু উত্তোলন করেননি। সহকারী কমিশনার তাঁর শার্টের কলার ধরে গাড়িতে তুলে নেন।
সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা গতকাল রাতে বলেন, বালুভর্তি ট্রলি দুটি নিয়ে আসার সময় মহসিন আলী বাধা দেওয়ায় তাঁকে আটক করা হয়।