খোরশেদ আলম, জেলা প্রতিনিধি- কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ শতক জায়গা জোরপূর্বক দখল করে মুরগির খামার নির্মাণ করেছে প্রতিপক্ষের লোকজন। এনিয়ে ভুক্তভোগী আনোয়ার হোসেন ওরফে আনা মিয়া বাদি হয়ে কুমিল্লার আদালতের একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন; মাকসুদুর রহমান, মহি উদ্দিন, ইউসুফ মিয়া। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাঘুরে ও মামলা সূত্রে জানা গেছে, ধর্মপুর গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনা মিয়া তাঁর মালিকানাধীন বিএস ৩২২ দাগে ১০ শতক জায়গা ভোগ দখল করে আসছে। সম্প্রতি জায়গার মূল্য বৃদ্দি পাওয়াতে স্থানীয় কুচক্রী মহলের পরামর্শে তার ভাই মাকদুসুর রহমান জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা অবনতির আশংকায় আনোয়ার হোসেন ওরফে আনা মিয়া গত বছর কুমিল্লার আদালতে মাকসুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে চৌদ্দগ্রাম থানা পুলিশ উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে উভয়পক্ষে আদালতে প্রয়োজনীয় কাগজ দাখিলের জন্য বলে।
কিন্তু আদালতে কাগজপত্র দাখিলের কথা শুনে মাকসুদুর রহমান জোরপূর্বক ওই জায়গায় দুইটি ঘর দিয়ে একটিতে মুরগির খামার করে। ফলে আনোয়ার হোসেন আনা মিয়া ওই জায়গায় যেতে পারছেন না। মাকসুদুর রহমান ও তার ছেলে মহিউদ্দিনসহ কুচক্রি মহল আনোয়ার হোসেন ওরফে আনা মিয়াকে জায়গাটির আশা ছেড়ে দিতে বলে এবং এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন আনা মিয়া।
স্থানীয় মেম্বার ইকবাল হোসেন বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য হবে।