নেত্রকোণায় বাজার রক্ষা ও ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন
জাহাঙ্গীর আলম, নেত্রকোনা:
নেত্রকোণার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে ধামরী হালা বাজারে, সুমেশ্বরী নদীর শাখা বালছ নদী খনন,ধামরী হালা বাজার নদী ভাঙ্গন থেকে রক্ষা ও বালছ নদীর উপর ব্রীজ নির্মাণের দাবীতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
(গতকাল ১২ এপ্রিল বুধবার) বিকাল সাড়ে ৫ টায় ধামরী হালা বাজারে বালছ নদীর পারে বারহাট্রা উপজেলার রায়পুর ইউনিয়ন সহ ৪ টি ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খান,বীর মুক্তিযুদ্ধা আলী আজগর খান পন্নি,অবসর প্রাপ্ত শিক্ষক গোলাম রুসূল খান সহ
এলাকার প্রায় ৫ শতাদিক মানুষ উপস্থিত ছিল। বালছ নদীর উপর ব্রীজ নির্মাণ ও বাজার রক্ষা করার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কৃর্তপক্ষ এমনটাই দাবী এলাকা বাসির