স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত :আইজিপি
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ১৩ এপ্রিল বৃহস্পতিবার দিন ব্যাপি রংপুর জেলা সফর করেন।
এসময় তিনি রংপুর জেলা পুলিশ ট্রেনিং সেন্টার ও রংপুর মেট্রোপলিটন এলাকায় পর্যায়ক্রমে বেশ কয়েকটি উদ্বোধনী অনুষ্ঠান, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্ত করন, বিশেষ কল্যান সভা ও বিশেষ অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
পুলিশ অফিসার্স মেস, রংপুর ও পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেড উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন- মাদক সন্ত্রাস,জুয়া জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।
পাশাপাশি বাংলাদেশ পুলিশের সকল ইউনিট মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করছে। তিনি বলেন, মাদক একটি সার্বজনীন সমস্যা। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
তিনি আরো বলেন দেশে যে কোন পরিস্থিতি মোকাবেলা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সর্বদা প্রস্তুত রয়েছে।স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ পুলিশ দেশ ও দেশের মানুষকে সর্বোচ্চটা দিতে চায়।
পরে তিনি রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল অডিটোরিয়ামে রংপুরের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যান সভায় যোগদান করেন।
বিশেষ কল্যান সভা শেষে ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর এর সম্মেলন কক্ষে রংপুরে পুলিশের সকল ইউনিট প্রধান‘দের সাথে বিশেষ অপরাধ সভায় যোগদেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর; কমান্ড্যান্ট (পিটিসি), রংপুর জনাব বাসুদেব বণিক; রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম মহোদয়সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।