তেঁতুলিয়ায় ২৬৩ বস্তা সারসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক
আহসান হাবিব, পঞ্চগড়:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে মজুদ করা ২৬৩ বস্তা সারসহ বিসিআইসির ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজুকে ভ্রাম্যমান আদালতে আটক করা হয়েছে৷
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি সরকারপাড়া গ্রামের ২টি স্থানে অভিযান পরিচালনা করে সারসহ তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।
জানা যায়, আটক মোস্তফা জামান উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেসার্স রুম্পা ট্রেডার্সের স্বত্বাধিকারী।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজারের মেসার্স রুম্পা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোস্তফা জামান রাজুর চা বাগানের ঘরে রাখা ৯০ বস্তা সার ও ফজলুল
হকে বাড়িতে ১৭৩ অবৈধভাবে সার মজুত করার অভিযোগ পায় উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে আটকসহ সার জব্দ করে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিক ও ডিলার মোস্তফা জামান রাজু তার গোডাউনে সার না রেখে বাজারে কৃত্রিম সার সংকট তৈরি করে বেশি দামে বিক্রির লক্ষে অবৈধভাবে ২৬৩ সার মজুত করে রাখার
এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা প্রথমে একটি বাড়ি থেকে ১৭৩ বস্তা ও অন্য একটি স্থান থেকে ৯০ বস্তা ডিএপি সার উদ্ধার করে জব্দ করি। তাকে থানা হেফাজতে নেয়া হয়েছে।