চৌদ্দগ্রামে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
মোঃখোরশেদ আলম, বিশেষ সংবাদদাতা:
১৬ এপ্রিল (রবিবার) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২২-২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট ( এনএটিপি-২) ডিএই অংগ শীর্ষক প্রকল্পের আওতায়, কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি) কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক শেখ আজিজুর রহমান বলেন, সরকার কৃষকদের জন্য ৭০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি দিচ্ছে, উপস্থিত কৃষকদের বলেন আপনারা ২৮ ও ২৯ জাত ধান চাষ করবেন না। এর পরিবর্তে ধানের ৭৪,৮৪,৮৮,৮৯ ও ৯২ জাত চাষ করেন। এই সব জাত ধান বেশি উতপাদন হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো জুবায়ের আহমেদ বলেন, পেটে খাবার থাকলে মোটা বা পুরাতন কাপড়েও জীবন চলে, আর সেই খাবারের জন্য কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি অফিসার সুব্রত রায়, তিনি বলেন, কৃষকরা এখন খোর-পোষ কৃষি থেকে বানিজ্যিক কৃষিতে পরিবর্তিত হয়েছে। তিনি সকল কৃষককে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক নির্দেশিত ধারনের নতুন উন্নত জাত চাষ করার জন্য। অনুষ্ঠান শেষে সিআইজি সদস্যদের মাঝে ইফতার বিতরণ করা হয়।