বাঁশখালীর ঈদ বাজারে বখাটেদের উৎপাত : প্রশাসনের হস্থক্ষেপ কামনা
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী ঈদ বাজারকে ঘিরে বখাটেদের উৎপাত বেড়েছে। মার্কেট বিপণীবিতানগুলোতে প্রচন্ড ব্যস্ততা। ঈদের মাত্র ক’দিন বাকী। এখন চলছে শেষ সময়ের কেনাকাটা। এই সময়টাতে এসে ব্যস্ততা বাড়ে যাকাতের কাপড়ের দোকানগুলোতে। সেই সাথে উপজেলার বিভিন্ন মার্কেটের সামনে বখাটেরা মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করছে।
গুনাগরী এ গণি প্লাজা, বড় বাজার,স্বপ্নীল সুপার মার্কেট, নিউ মার্কেটসহ উপজেলার বিভিন্ন শপিং সেন্টারে মেয়েদের বেশি উত্ত্যক্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে রাতে মার্কেটে ঘুরে দেখা যায়, অনেক ভিড় জমে আছে সেখানে বখাটেরা মেয়েদের লক্ষ করে ধাক্ষাধাক্ষি করছে। এমনকি রাস্তার পাশে দাড়ানো বখাটেরা মেয়েরা যাতায়াত করলে তাদের কৌশলে উত্ত্যক্ত করা হচ্ছে। কোনো কাজ ছাড়াই তারা দীর্ঘসময় বিভিন্ন মার্কেটের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে বখাটেরা। মেয়েরা পাশ দিয়ে গেলে বিভিন্ন অশ্লীল মন্তব্য করা হচ্ছে।
স্বপ্নীল সুপার মার্কেটের সামনে এক নারী বলছেন,ছেলেরা এত খারাপ তাদের কি কোন মা বোন নেই। এরা এমন ভাবে ধাক্কাধাক্ষি করছে কোন একটা লোক তার কোন প্রতিবাদ করছেনা বলে জানান ওই নারী।
ব্যবসয়ীরা বলেন, বখাটোরা মার্কেটে আসা মেয়েদের অনেক উত্ত্যক্ত করছেন। এই বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করছি।