শরীয়তপুরে জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসাবে ছাগল বিতরণ
মো: সজীব খান,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার ২০২২-২০২৩ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসাবে শরীয়তপুর সদর উপজেলায় জেলেদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১৭ এপ্রিল) সকাল ১১টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০ জন জেলেদের মাঝে ছাগল,, ছাগলের খোয়ার,খাদ্য, ঔষধ, বৈধ জাল, বিতরণ করেন। প্রতি জেলেকে ২টি ছাগল, ১টি ছাগলের খোয়ার,৩৫ কোজি খাদ্য, ভেকসিন, বৈধ জাল, দেয়া হয়,।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার এর সঞ্চালনায়, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে বক্তব্যে বলেন, সরকার যে উদ্যোগ নিয়েছেন আমি সাধুবাদ জানাই সরকারকে পাশাপাশি
আপনারা যারা ছাগল লালন পালন করবেন তারা যত্ন সহকারে লালন পালন করবেন যদি ছাগলের কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাদের উপজেলা প্রাণীসম্পদ আপনাদের পাশে থাকবে এবং চিকিৎসা দিবে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপ-পরিচালক,স্থানীয় সরকার, গাজী শরিফুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, মোঃ আমিনুল হক, এসব উপকরণ পেয়ে মোঃ শাহ আলম নামে এক জেলে বলেন আমি এই ছাগল দিয়ে আয় উন্নতি করবো আমার জন্য ভালো হয়েছে।