শরীয়তপুরে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
মো: সজীব খান,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদরে ২০২২-২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ- ২(এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে শরীয়তপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
সিআইজি কংগ্রেস সংগঠিত হয় ২০১০ সালে। সংগঠনের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাতের বিস্তার ঘটেছে, বিভিন্ন আধুনিক প্রযুক্তির বিস্তার ঘটেছে।
জৈব বালাইনাশক এর ব্যবহার শুরু হয়েছে। সেচ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। নিরাপদ ফল ও সবজির উৎপাদন শুরু হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ।
শরীয়তপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
তাহমিনা আক্তার এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন শরীয়তপুর সদর উপজেলা কৃষিবিদ অলি হালদার। তিনি বলেন নিরাপদ ফল ও সবজি উৎপাদন সেক্স বেরোমন ট্রালেন ব্যবহার, ফ্রুট ব্যাগিং বর্ন ফাঁদ এর ব্যবহার।
উন্নত জাতের বীজ ব্যবহারের মাধমে উৎপাদন বৃদ্ধি বিষয়ে কৃষকদের পরামর্শ দেন তিনি।
AIF-০২ উক্ত প্রকল্পের মাধমে ৭০% সরকার ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার, পাওয়ার থ্রেসার ও এল এল পি বিতরণ করা হয়েছে।
ব্লাস্ট রোগের লক্ষণ সম্পর্কে বলেন, ব্লাস্ট রোগ হলে। আক্রান্ত পাতায় প্রথমে ছোট ছোট কালচে বাদামি দাগ দেখা যায়। আস্তে আস্তে দাগগুলো বড় হয়ে মঝখানটা ধুসর বা সাদা ও কিনারা বাদামি রং ধারন করে।
দাগগুলো একটু লাম্বাটে হয় এবং দেখতে অনেকটা চোখের মত। একাধিক দাগ মিশে গিয়ে শেষ পর্যন্ত পুরো পাতাটি গুটিয়ে মারা যেতে পারে।
ব্লাস্ট রোগ দমনে করনীয় সম্পর্কে বলেন, ব্লাস্ট রোগ দেখা দিলে জমিতে পানি ধরে রাখতে হবে। শুকনা জমিতে পানি ধরে রাখতে হবে। শুকনা ব্লাস্ট বেশি দেখা যায়।
পাতায় ব্লাস্ট রোগ দেখা দিলে জমিতে প্রতি বিঘা প্রতি অতিরিক্ত ৫ কেজি পটাশ সার উপরি প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া সারের প্রয়োগ বন্ধ রাখতে হবে।
এছাড়াও শরীয়তপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নে আমাদের কৃষি পরামর্শ ও তথ্য প্রধান কেন্দ্র রয়েছে প্রতি ইউনিয়নে কৃষি পরামর্শ ও তথ্য কেন্দ্রে একজন উপ-সহকারী কৃষি অফিসার রয়েছে তারা কৃষি পরামর্শ দিয়ে থাকেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডাঃ মুহাম্মাদ মারুফ রিজভী তালুকদার, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার, পলাশ হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা,।