ইউনিটি ক্লাব শার্শা শাখার আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ
বিশেষ প্রতিনিধি :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করেছেন ইউনিটি ক্লাব শার্শা উপজেলা শাখা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গিলাপোল (গুচ্ছগ্রাম) আবাসন প্রকল্পে বসবাসকারী অস্বচ্ছল পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইউনিটি ক্লাব শার্শা উপজেলা শাখার সভাপতি মো: বাকী বিল্লাহ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউনিটি ক্লাবের চীফ কো-অর্ডিনেটর শাহ নেওয়াজ ইমরান, বিশিষ্ট সমাজ সেবক রুহুল আমিন, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন, প্রভাষক ও সাংবাদিক মামুনুর রশীদ, সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ, এ্যাসিট্যান্ট সেক্রেটারী ওয়াছি উদ্দিন, কো-অর্ডিনেটর সবুজ হোসেন, দপ্তর সম্পাদক ইয়ার হোসেন সহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।