পদ্মা সেতু এলাকায় পরিচ্ছন্ন অভিযান চালালেন বিডি ক্লিন জাজিরা টিম
মো: সজীব খান, শরীয়তপুর প্রতিনিধি :
পদ্মা সেতু জাজিরা প্রান্তের পর্যটক মুখর এলাকা নাওডোবা জমাদ্দার স্ট্যান্ডে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন নামে একটি সংগঠন। ঐ পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করে বিডি ক্লিন শরীয়তপুর এর আওতাধীন বিডি ক্লিন জাজিরা টিম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিডি ক্লিন সংগঠনের নির্ধারিত টি-শার্ট পরিধান করে সোমবার(২৪ এপ্রিল) বিকেল ৪টার সময় সদস্যরা একত্রিত হয়ে প্রথমে সেখানে উপস্থিত সকল স্থানীয়দের ও পর্যটকদের তাদের সাথে পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণের আহবান করেন। এরপর তারা সম্মিলিতভাবে পরিচ্ছন্নতার শপথ পাঠ করেন।
পরে পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজার ৩০০ মিটার পশ্চিমে নাওডোবা জমাদ্দার মোড় বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ২ কিলোমিটার অপরিচ্ছন্ন এলাকা নির্ধারণ করে পরিচ্ছন্ন অভিযান শুরু করেন। সেখানে পরে থাকা প্লাস্টিকের মত মাটির ক্ষতি করে এমন সব ময়লা আবর্জনা একত্রিত করে নির্দিষ্ট স্থানে নিয়ে পুড়িয়ে দেয় এই সংগঠনের সদস্যরা।
এসময় উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বিডি ক্লিন শরীয়তপুর এর জেলা সমন্বয়ক মো. পলাশ খান, উপ-সমন্বয়ক(আইটি এন্ড মিডিয়া) মো. হানিফ বেপারী, বিডি ক্লিন জাজিরা টিমের উপজেলা সমন্বয়ক মো: রুবেল মাদবর, সহ-সমন্বয়ক মুক্তা আক্তার, সমন্বয়ক (আইটি এন্ড মিডিয়া) জাহিদ হাসান, সমন্বয়ক (লজিস্টিকস), বাদশা মিয়া সহ বিডি ক্লিনের অন্তত ত্রিশোর্ধ সদস্য।
সংগঠনটির শরীয়তপুর জেলা উপ-সমন্বয়ক(আইটি এন্ড মিডিয়া) মো. হানিফ বেপারী জানান, ‘২০১৬ সালের ৩ জুন বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিনের নেতৃত্বে ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা থেকে এই পরিচ্ছন্ন অভিযান শুরু হয়।
এরপর দেশের অন্যান্য জেলার তারুণ-তরুণীদের সমন্বয়ে সারা দেশে এই অভিযান পরিচালিত হয়ে আসছে। বর্তমানে সংগঠনটিতে সারাদেশে নিবন্ধিত সদস্য সংখ্যা ৩৬ হজার ৪ শতাধিক(৩ জুন ২০২২ পর্যন্ত)। যত্রতত্র ময়লা আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপণ সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই এই সংগঠনের মূল লক্ষ ও উদ্দেশ্য।
শরীয়তপুর জেলা সমন্বয়ক মো. পলাশ খান বলেন, ‘আমরা শরীয়তপুর জেলায় বিডি ক্লিনের কার্যক্রম শুরু করি ২০১৮ সাল থেকে। এখন পর্যন্ত শরীয়তপুরের ৬টি উপজেলায় আমাদের অন্তত ৬০০ নিবন্ধিত সদস্য রয়েছে। বাংলাদেশের মধ্যে শরীয়তপুর জেলাকে একটি অন্যতম পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তোলায় অবিরাম কাজ করে যাচ্ছে বিডি ক্লিন শরীয়তপুর এর সদস্যরা।
আগামী ১ বছরের মধ্যে শরীয়তপুর জেলাকে একটি আদর্শিক পরিচ্ছন্ন জেলা হিসেবে ঘোষনা করতে আমাদের প্রচেষ্টা চলমান। তারই ধারাবাহিকতায় গত পাঁচ বছরে পুরো জেলায় উপজেলা ভিত্তিক বিভিন্ন জনসমাগম এলাকা, ঐতিহ্যবাহী এলাকা ও হাটবাজারে অন্তত সারে ৩ শতাধিক পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে এবং বিডি ক্লিন শরীয়তপুর এর আওতাধীন বিডি ক্লিন জাজিরা টিমের আজ ১০০তম পরিচ্ছন্ন কর্মসূচী পরিচালনা করা হয়েছে।
এছাড়াও আমরা সারা জেলায় পরিচ্ছন্নতার বার্তাবাহক বিলবোর্ড ও ডাস্টবিন স্থাপণের উদ্যোগ নিয়েছি। যা শিঘ্রই বাস্তবায়নে কাজ শুরু করা হবে। আমাদের এই কর্মকান্ডে যদি সমাজের সচেতন ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও প্রশাসনের যথাযথ সহযোগীতা পাই এবং জেলার বাসিন্দারা অন্তত যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার মানসিকতা থেকে বেড়িয়ে এসে নির্দিষ্ট স্থান ব্যবহারে অভ্যস্ত হয় তবে শরীয়তপুর জেলাকে সর্বপ্রথম পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তোলা ও সারাদেশে শরীয়তপুর জেলার মানুষকে আদর্শ ও সুনাগরিক হিসেবে পরিচিত করতে বিডি ক্লিন শরীয়তপুর এর উদ্দেশ্য ও লক্ষ পূরণ করা দ্রুত সম্ভব হবে।