চৌদ্দগ্রামে দুই হাজার টাকা বরাদ্দের অনুষ্ঠানে পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয় করলেন পরিসংখ্যান অফিসার
মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রদত্ত ট্যাবলেট কম্পিউটার বিতরণ অনুষ্ঠানের শেষে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে চৌদ্দগ্রাম উপজেলা পরিসংখ্যান
অফিসার জান্নাতুল বাকী বলেন, ভাই অফিস থেকে আমকে মাত্র ভ্যাটসহ ২০০০/= টাকা দেয়া হয় এই অনুষ্ঠানটি করতে, যা এখনো আমি পাইনি, কিন্তু অনুষ্ঠানে আগত কর্মকর্তা ও মেহমানদের নাস্তা খাওয়ানো, সাজ-
সরঞ্জাম, মাইক, ডেকোরেশন সহ এই প্রোগ্রামটি সম্পন্ন করতে প্রায় ৩৫০০০/= টাকার অধিক খরচ হয়েছে। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আমার বেতন থেকে এই খরচ করেছি।
তিনি বলেন, প্রকল্প দপ্তরের পরিচালক প্রতিক ভট্টাচার্যের নির্দেশে এত টাকা খরচ করেন। এই ৩৫০০০/= টাকা তিনি কিভাবে সমন্বয় করবেন জানতে চাইলে বলেন, আমি অফিসকে জানাবো।
উল্লেখ্য যে, গত জনশুমারীর সময় জান্নাতুল বাকী বিভিন্ন ভাতা আত্মসাৎ করেন এবং তার জন্য বরাদ্দকৃত মোটরসাইকেল ব্যবহার না করেই দীর্ঘদিন যাবত ভূয়া বিল ও ভাউচারের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করেন। যার সংবাদ বিভিন্ন পত্রিকায় তখন প্রকাশিত হয়।
এই কর্মকর্তার এইসব দূর্নীতির বিষয়ে দৃশ্যত কোন শান্তি না হওয়ায় তিনি ঔদ্ধত্যের সাথেই বলেন আপনারা যা খুশি তা লেখেন।