নড়াইলে পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবা সহ গ্রেপ্তার-৩
খন্দকার সাইফুল, নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল জেলা পুলিশ ৩ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামের জনৈক ইদ্রিস শেখের
ছেলে জামিরুল ইসলাম সবুজ(৩২) ও একই গ্রামের বাদশা মৃধার ছেলে ইস্রাফিল মৃধা(৩৬) এবং নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের খোকন চন্দ্র দেবনাথের ছেলে অনিক দেবনাথ মানিক(৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিনের দিক-নির্দেশনায় এসআই(নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানাধীন
মঙ্গলহাটা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত জামিরুলের নিকট থেকে ৪০ পিস ও ইস্রাফিলের নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এছাড়া ২৫ এপ্রিল
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভার অন্তর্গত ডুমুরতলা এলাকায় অভিযান চালিয়ে ৩
বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি অনিক দেবনাথ মানিককে গ্রেপ্তার করে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ দিকে পুলিশ বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ বদ্ধপরিকর।