চৌদ্দগ্রামে আতস বাজি ফুটানোকে কেন্দ্র করে প্রতি পক্ষের বাড়িতে হামলা ও লুটপাট
মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:
চৌদ্দগ্রাম উপজেলাধীন মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল বাজার এলাকায় ঈদুল ফিতরের আগের দিন সন্ধায় এলাকার শিশু কিশোরদের আতস বাজি ফুটানোকে কেন্দ্র করে খিরনশাল বাজারে ও বাজারের পাশের বাড়িতে একে অপরের সাথে বাক বিতন্ডায়
লিপ্ত হওয়ার এক পর্যায়ে মারামারি সংঘটিত হয়। ঘটনার সময় ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরদিন থানায় মামলা হয়। সরেজমিন ঘটনার বিবরনে জানা যায়, গত ২১ এপ্রিল রাতে ঈদের আমেজে
এলাকার কতিপয় কিশোর আতস বাজি ফুটানোর সময় আবদুল লতিফের ছেলে,,,,,, বাধা দিলে ঘটনার সুত্রপাত হয়। এরই ফলে ২২ এপ্রিল রাতে খিরনশাল বাজারে সালিশ হয়ে ঘটনার মিমাংসা করে দেওয়া হয়।
কিন্তু পরদিন ২৩ এপ্রিল সদ্য বিদেশ ফেরত বাজারের পাশ্ববর্তি সিংরাইশ গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে আলমগীর ৩৫, আহসান ৪৫ ও আমির ইসলাম ৫০, রফিকুল ইসলামের ছেলে মছুম ২৫ ও মনির ৩৮, হাফেজ
আহমেদের ছলে আলমগির ৪২, মৃত সুলতান আহম্মদের ছেলে রফিকুল ইসলাম এবং মাঈন উদ্দিনের ছেলে ফারুক সহ অজ্ঞাত আরো কিছু লোক সংঘটিত হয়ে আব্দুল লতিফের ছেলে,,,,,, ১৯ কে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায়
ফেলে দেয় ও বাড়িতে হামলা করে। হামলার সময় দেশীয় অস্ত্র নিয়ে ঘরের মহিলাদের জিম্ম করে জোরপূর্বক ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে তা থেকে ৫ ভরি
স্বর্নলংকার ও নগদ ২৭৩০০০ টাকা লুট করে নিয়ে যায়। এবিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়। এসডিআর নং -১৫২৪, তারিখ ২৪/৪/২০২৪ইং।