চৌদ্দগ্রামে পুর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:
পুর্ব শত্রুতার জেরধরে কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে নয়টায় উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট বাজারের নিহত ব্যবসায়ী আবদুল মালেকের দোকানে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
এ ব্যাপারে নিহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে একই গ্রামের কবির আহাম্মদের ছেলে সৌদি প্রবাসী বাহার উদ্দিন -(৩০) কে বিবাদী করে বৃহষ্পতিবার চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা
দায়ের করেছে। হত্যাকান্ডের ছয় ঘন্টার মধ্যে পুলিশ বাহার উদ্দিন কে পালিয়ে দেশ ত্যাগ করার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
স্হানীয় সুত্রে জানা গেছে, উনকোট গ্রামের ফজলুল হকের ছেলে ব্যবসায়ী আবদুল মালেক উনকোট বাজারে নিজস্ব জায়গার উপর একটি মার্কেট নির্মাণ করে একটি কক্ষে নিজে ব্যবসা করে আসছিল।
এতে কু নজর পড়ে একই গ্রামের কবির আহাম্মদের ছেলে সৌদি প্রবাসী বাহার উদ্দিনের। সে জায়গাসহ মার্কেট টি কিনতে ব্যবসায়ী আবদুল মালেক কে বার বার প্রস্তাব দেয়। এক পর্যায়ে ব্যবসায়ী আবদুল মালেক মার্কট বিক্রির প্রস্তাব প্রত্যাক্ষান করলে
বুধবার রাত সাড়ে নয়টায় সৌদি প্রবাসী বাহার উদ্দিন ক্ষিপ্ত হয়ে দোকানে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে ব্যবসায়ী আবদুল মালেক কে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় তার আর্তচিৎকারে স্হানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।