
নেত্রকোণায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ
জাহাঙ্গীর আলম,নেত্রকোণা প্রতিনিধিঃ আওয়ামীলীগ দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌছে দেয়ার কর্মসূচী পালন করছে আওয়ামীলীগসহ দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এই কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণার ছাত্রলীগ নেতাকর্মীদের ধান কেটে কৃষকের বাড়ি পৌছে দিতে দেখা গিয়েছে।

রবিবার সকাল থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব আহমেদ রাজিবের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল নেত্রকোণা সদর উপজেলার বর্শীকূড়া গ্রামের দুই কৃষকের কমপক্ষে এক একর জমির ধান কেটে, মাড়াই করে কৃষকের গোলায় তুলে দিয়েছে।
এব্যাপারে রাকিব আহমেদ রাজিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিনার নির্দেশনায় কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছি। এটা শুধু একদিনে সীমাবদ্ধ রাখবো না। আমরা যতটুকু সম্ভব কৃষককে সহযোগীতা করে যাব।

এসময় নেত্রকোণা জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সৈকত হাসান শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক যোবায়ের হোসেন আপন, পৌর ছাত্রলীগ ও ১নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








