ধামইরহাটে মহান মে দিবস পালিত
মোঃ মোস্তাফিজুর রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে ১ লা মে সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র্যালী উপজেলার প্রধান
সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালীতে ইউএনও আরিফুল ইসলাম, ওসি মোজাম্মেল হক কাজীসহ উপজেলা আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করে।
পরে উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপজেলা শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক আনোয়ার হোসেন আনাজি’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী,
সহ-সভাপতি আবু হানিফ, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, শাহজাহান আলী, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক,
মহিলালীগের সভানেত্রী আনজুয়ারা, সম্পাদক আরজিনা খাতুন, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তমা আকতার, ইউপি চেয়ারম্যান ওসমান গণি, গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকী,
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান আলী কমল, সেকেন্দার আলী, ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী মাস্টার, গোলাম কিবরিয়া খোকন, ইউনিয়ন যুবলীগ নেতা আবু সুফিয়ান খান বাবু, কৃষকলীগ সভাপতি
জাহিদ দেওয়ান, সম্পাদক জহুরুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু, পৌর ছাত্রলীগ সভাপতি
আবু হোসেন, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে ধামইরহাট চাউল কল এ কাঙ্গালি ভোজে অংশগ্রহণ করেন।