নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ২জনের মৃত্যু
সুমন পাল, সত্যকন্ঠ;নরসিংদী:
নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২জন ছাত্রদল নেতা মারা গেছে। গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে নরসিংদীর জেলাখানা মোড়ে। দুই পক্ষের সংঘর্ষের পর পর ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধিন অবস্থায় জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান মারা যায়। আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধিন অবস্থায় মৃত্যু হয় আহত ছাত্রদল নেতা আশরাফুল এর।
তবে এ ঘটনায় থানায় এখনো মামলা দায়ের হয়নি। নিহত জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান (৩২) আলাউদ্দিন এর ছেলে। অপর নিহত সাটিরপাড়া এলাকার নাজমুল হকের ছেলে আশরাফুল(২০)।
জানাজায়, বৃহস্পতিবার বিকেলে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময়
প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে সাদেকুর রহমান ও আশরাফুল আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার
দিকে সাদেকুর রহমান মারা যায়। এর ১দিন পর শুক্রবার সকালে অপর ছাত্রদল নেতা আশরাফুল মারা যায়।ছাত্রদল নেতা তুষার জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় প্রথমে সাদেক মারা যায়। পরে আজ সকালে আশ্রাফুল মারা যায়। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।
উল্লেখ, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে ছাত্রদলের সভাপতি, মাইনুদ্দিন ভুইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এই জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলা ভাওয়চুর ও গুলিবর্ষনের ঘটনা ঘটে।