মোহাম্মদ এরশাদ বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের নুর জাহান কমিউনিটি সেন্টার এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৬ যাত্রী গুরুত্ব আহত হয়েছে।
(৫ নভেম্বর) সোমবার সন্ধ্যা ৫.৩০ মিনিটের সময় কালীপুর নুর জাহান কমিউনিটি সেন্টার এলাকায় ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় তাদের স্থানীয় গুনাগরী বাঁশখালী মা- শিশু ও জেনারেল হাসপাতালে ও বাঁশখালী আধুনিক হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা।প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত গুরুত্ব হওয়ায় চার জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে, যাত্রী ও সিএনজি চালক দুইজন স্থানীয় বাঁশখালী মা- শিশু ও এবং বাঁশখালী আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন,বাঁশখালী পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিল আরিফ মঈনউদ্দীনের মা ও বোন ও পৌরসভা ১নং ওয়ার্ড এলাকায় সিএনজি ড্রাইভার মোঃ শাহাব উদ্দীন বলে জানা যায়,তিন জনের সন্ধান এখনো পাওয়া যায়নি।
পথচারীরা জানান,বাঁশখালী প্রধান সড়ক দিয়ে যাত্রী বোঝাই সিএনজিটি চট্টগ্রাম শহরে যাওয়ার সময় ঢাকা মেট্রো- শ১৪-০০২৭ ট্রাক ও
ও চট্টগ্রাম মেট্রো -থ ১৪সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ছয় জন গুরুত্ব আহত হয়েছেন।
রামদাস মুন্সি হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া জানান,আহত ছয় জনের মধ্যে সিএনজি চালক ছাড়া বাকিদের আবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ কৃত ট্রাক ও সিএনজি টি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।