পঞ্চগড়ে তেতুলিয়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আহসান হাবিব, সত্যকন্ঠ ;পঞ্চগড় :
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটন ব্যবস্থাকে আরো উন্নত করতে প্রশাসনের পাশাপাশি, থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে গ্রামীণ উন্নয়নে পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পর্যটন নগরী খ্যাত তেঁতুলিয়ার পর্যটনকে আরো উন্নত করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদানসহ পর্যটকদের টানতে ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারমান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা
রাজিয়া, তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের ওসি সিরাজুল ইমলাম, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর তেঁতুলিয়ার সহকারী প্রোগ্রামার নবীউল করিম সরকার সহ কর্মশালার অংশগ্রহণকারীরা।