
সমাজকল্যান প্রতিমন্ত্রীর স্ত্রী কামরুন্নেছা আশরাফ দিনার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ
জাহাঙ্গীর আলম ,সত্যকন্ঠ; নেত্রকোনা:
নেত্রকোণা-বারহাট্টা আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি’র সহধর্মিনী ও নেত্রকোণা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেসা
আশরাফ দীনা, ১লা জুন দিবাগত রাত সোয়া ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর তিনি স্বামী আত্নীয় সজন অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজের জানাজা আজ সন্ধা ৬ টায় মুক্তাপাড়া মাঠে অনুষ্টিত হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি,ও সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এবং নেত্রকোণা জেলা আওয়ামীলীগ শোক বার্তা দিয়েছেন।








