বাঁশখালীতে সড়কে যানজট নিরসন কল্পে শ্রমিক সমাবেশ
মোহাম্মদ এরশাদ, সত্যকন্ঠ; বাঁশখালী(চট্টগ্রাম ) প্রতিনিধি:
মজলুম জনতা-এক হও”এই স্লোগান কে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে সড়কে যানজট নিরসন কল্পে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।(শুক্রবার)বিকেলে উপজেলার গুনাগরী সিএনজি স্টেশনস্থ বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক
ইউনিয়নের প্রধান কার্যালয়ে বাঁশখালী অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ সৈয়দুল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন, রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সোলাইমান।এসময় আরো উপস্থিত ছিলেন,বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি মাহামুদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ
আরিফুল ইসলাম, সাবেক বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মুনছুর, বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম, বাঁশখালী অটোরিকশা (সিএনজি)
পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক
মোঃ জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আবুছালেক,দপ্তর সম্পাদক মোঃ আবছার,সদস্য মোঃ হেলালসহ সংগঠনের সকল সদস্যদ ও নেতৃবৃন্দসহ অনেকেই
উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ওসি কামাল উদ্দিন পিপিএম বলেন, বাঁশখালী উপজেলার গুনাগরী চৌমুহনী এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ স্পট।এছাড়াও বাঁশখালী প্রধান সড়ককে যানজট মুক্ত রাখতে এই চৌমুহনী এলাকাতে প্রশাসনের পাশাপাশি
পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক ও স্থানীয় সকল ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমি রাখতে হবে।যত্রতত্রে গাড়ি পার্কিং ও সড়কের উপর ব্যবসায়িক মালামাল রেখে যানজট সৃষ্টি করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।